November 27, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু

দ. প্রতিবেদক
মহানগরীতে চলছে গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম। সকালের দিকে টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড় থাকলেও সময় বাড়ার সাথে সাথে গ্রহিতার সংখ্যা কমতে থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কয়েকটি কেন্দ্রে স্বাস্থ্য কর্মীদের অলস সময় পার করতে দেখা গেছে। তবে ভ্যাকসিনের কোন স্বল্পতা নেই বলে জানিয়েছেন অধিকাংশ স্বাস্থ্য কর্মী। টিকাদান কর্মসূচী বিকাল চারটা পর্যন্ত চলে। বেলা সাড়ে ১১টায় নগর স্বাস্থ্য কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের সংখ্যা খুব কম দেখা যায়। অনেকে তাদের ব্যক্তিগত কাজ সেরে টিকা নিতে আসছেন।
ওই কেন্দ্রের স্বাস্থ্যকর্মী পপি ঘোষ জানান, প্রথম ডোজের কার্ড দেখে গ্রহিতাদের টিকা দেওয়া হচ্ছে। সকাল থেকে প্রচুর ভিড় দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে তাদের সংখ্যা কমে যাচ্ছে। তবে প্রথমবার যে ভিড় দেখা গিয়েছিল এবার সেরকম দেখা যাচ্ছে না। মানুষ সচেতন হয়েছে। সকালে স্বাস্থ্য বিভাগ থেকে মডার্নার ১৫টি ভায়েল দেওয়া হয়েছে। তার মধ্য থেকে ১১টা খালি হয়েছে একটার অর্ধেক আছে, আর অবশিষ্ট রয়েছে তিনটি। টিকার কার্ড দেখালে আমরা তাকে টিকা দিচ্ছি।
২৭নং ওয়ার্ড সূর্য্যের হাসি ক্লিনিকের স্টাফ শারমিন আক্তার জানান, সকালে প্রচুর ভিড় ছিল। তবে তখন নিয়ম শৃঙ্খলা মানতে দেখা গেছে সাধারণ মানুষকে। এখানে সকাল ৯টা থেকে কর্যক্রম শুরু হয়েছে। দুপুর ১টার দিকে সেখানে মানুষের উপস্থিতি ছিল কম। তার কেন্দ্রে প্রথম ডোজ যতজন নিয়েছেন সেই পরিমাণ টিকা পাঠানো হয়েছে। ১৬টা ভায়েলে মধ্যে একটা ভায়েল খালি আছে বলে তিনি জানিয়েছেন।
২৪নং ওয়ার্ড স্বাস্থ্য কেন্দ্রে কথা হয় মনির হোসেন দম্পত্তির সাথে। বাগমারা এলাকার স্থানীয় বাসিন্দা তারা। সকালে টিকা কেন্দ্রে ভিড় দেখে তারা আসেননি। দুপুরের দিকে ভিড় কম থাকায় তারা টিকা নিতে এসেছেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *