January 10, 2025
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় খন্ড করে হাবিব হত্যায় আটক ২

নিজস্ব প্রতিবেদক: খুলনায় ৮ খন্ড করে হাবিবুর রহমান নামের সাতক্ষীরার ইটভাটা ঠিকাদার হত্যার সাথে জড়িত সন্দেহে ২ যুবককে আটক করা হয়েছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ফুলবাড়ি গেট এলাকা থেকে আসাদুজ্জামান নামের এক যুবককে আটক করে র‌্যাব-৬ এর সদস্যরা। এরপর তার তথ্যমতে, খুলনা নগরীর ফারাজিপাড়া লেনে তার ভাড়া বাসা থেকে মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। একই সময় বটিয়াঘাটার নিজ বাসা থেকে অনুপম নামের আরেক যুবককে আটক করা হয়। র‌্যাব-৬ এর ষ্পেশাল কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকার জানান, ভোরে কুয়েট এর সামনে থেকে আসাদুজ্জামানকে আটক করার পর তার তথ্য মতে তারই বাসা থেকে সকাল সাড়ে ৬টার দিকে মরদেহের অবশিস্টাংশ কাটা পা উদ্ধার করা হয়। একই সময় বটিয়াঘাটার নিজ বাসা থেকে অনুপমকে আটক করা হয়। উল্লেখ্য, ৭ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর শের-এ বাংলা রোডে পলিথিন মোড়ানো মরদেহের একটি অংশ উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে ফারাজিপাড়া রোডে ড্রেনের পাশ থেকে দু’টি ব্যাগে থাকা মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। নিহতের ভগ্নিপতি গোলাম মোস্তফা ৯ মার্চ খুলনা সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *