খুলনায় কোনো অপরাধীর স্থান হবে না : কেএমপি কমিশনার
সোনাডাঙ্গা থানায় ওপেন হাউজ ডে
দ: প্রতিবেদক
খুলনা মহানগরী এলাকায় সন্ত্রাস-মাদক-চাঁদাবাজিসহ কোনো প্রকার অপরাধমূলক কর্মকান্ড বরদাশত করা হবে না। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় যেমন পুলিশের ভূমিকা রয়েছে, তেমনি এ কাজে জনসাধারণের প্রত্যক্ষ সম্পৃক্ততা প্রয়োজন রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও অপরাধ প্রতিরোধ করতে হবে। মাদকের বিরুদ্ধে কেএমপি’র জিহাদ অব্যাহত থাকবে।
পুলিশ সেবা সপ্তাহ” ২০১৯ উদযাপনের ধারাবাহিকতায় গতকাল বুধবার বেলা ১১টায় কেএমপি’র সোনাডাঙ্গা থানায় “বিশেষ ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলাম এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম খুলনায় পুলিশের সা¤প্রতিক সফলতার উপর আলোকপাত করে বলেন, ‘যত্রতত্র নগরীতে পটকাবাজি একটি আতংকে রূপ নিয়েছিল। পুলিশ এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। স¤প্রতি কোনোভাবেই মাদক নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছিল না। গত একমাসে উলেখযোগ্য সংখ্যক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান মাদকদ্রব্য। এ অভিযান চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করেছি। আমার এ জিহাদ অব্যাহত থাকবে। সন্ত্রাসীদের গ্রেফতারে এ মুহুর্তে সাঁড়াশি অভিযান চলছে সমগ্র শহরজুড়ে। এখন খুলনা মহানগরী অনেকটাই স্বস্তিদায়ক নগরীতে পরিণত হয়েছে। ইনশালাহ, পুলিশ ও সাধারণ জনগণ মিলে, আমরা সমগ্র নগরীর চিত্র বদলে দেবো।’ তিনি হুশিঁয়ারি উচ্চারণ করে বলেন, ‘খুলনা শহরে কোনো মাদক ব্যবসায়ী-সন্ত্রাসী-চাদঁবাজ-খুনী-ছিনতাইকারীর জায়গা হবে না।
কেএমপি’র উপ পুলিশ কমিশনার ডিসি (দক্ষিণ) মোহাম্মদ এহ্সান শাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেএমপি’র অতিরিক্ত উপ কমিশনার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু, এসি সোনাডাঙ্গা জোন আবুল খায়ের ফকির, সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল হক, সোনাডাঙ্গা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক আলহাজ্ব এমদাদুল হক খালাশী, সোনাডাঙ্গা থানা মহিলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি রোজী ইসলাম নদী, সাধারণ সম্পাদক নাসরিন ইসলাম তন্দ্রা।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেসিসি’র ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর আলী আকবর টিপু, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব, খুলনা ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের সভাপতি সুবীর কুমার রায়সহ সর্বস্তরের সম্মানিত নাগরিকবৃন্দ।