November 29, 2024
আঞ্চলিককরোনালেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় করোনা শনাক্তের হার বেড়ে ৩৯.০৩%

দ. প্রতিবেদক
খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের শনাক্তের হার বেড়েছে। শনিবার খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে জেলা ও মহানগরীর শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৪১ শতাংশ। ২৪ ঘণ্টার ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ০৩ এ।
খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, রবিবার খুমেকের আরটি-পিসিআর ল্যাবে ৩৭৪ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২২৮ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ১৪৮ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৮৯ জন, বাগেরহাট ৪৬ জন, যশোর ৬ জন, সাতক্ষীরার ৫ জন, নড়াইলের ১ জন ও পিরোজপুর জেলার ১ জন রয়েছে। এদিন খুলনা জেলায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ছিলো ৩৯.০৩ শতাংশ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *