খুলনায় করোনা ও উপসর্গে দু’জনের মৃত্যু, একদিনে শনাক্ত আরও ৮৬
দ. প্রতিবেদক
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন করোনায়, অপরজন উপসর্গে মারা গেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ আরও ৮৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো রাতে এসব তথ্য নিশ্চিত করেছে।
এদিকে আজ রবিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা করোনা হাসপাতালে নাজমুল (৩০) ও মাহবুবুর রহমান (৪৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে। খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরুলী এলাকার বাসিন্দা রেজাউল করীমের পুত্র মোঃ নাজমুল গত শনিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন সেন্টারে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর সাড়ে ১ টায় তার মৃত্যু হয়।
এদিকে তিনদিন করোনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসার পরে রবিবার দুপুর ২টায় নগরীর ছোট বয়রা এলাকার বাসিন্দা মাহমুদুর রহমান এর মৃত্যু হয়। মাহমুদুর রহমান ছোট বয়রা এলাকার জিল্লুর রহমান এর পুত্র।
এদিকে খুলনার ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ৬৯ জনই খুলনা জেলা ও মহানগরীর। রবিবার তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে। খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে রবিবার মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ২১৬টি। এদের মধ্যে মোট ৮৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৬৯ জনই খুলনার। এছাড়াও খুমেকের ল্যাবে যশোরের ২ জন, বাগেরহাটের ৬ জন, সাতক্ষীরার ৪ জন ও পিরোজপুরে ৩, কুষ্টিয়া ১ ও নড়াইলের একজনের করোনা শনাক্ত হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ