খুলনায় করোনা আক্রান্ত মহিলা আ’লীগ নেত্রীর মৃত্যু
দ. প্রতিবেদক
খুলনায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শিখা দাস (৫৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর ছোট বয়রাস্থ পূজাখোলা এলাকার বাসিন্দা। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় খুলনা করোনা হাসপাতালে (ডায়াবেটিক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে খুলনায় করোনা আক্রান্ত ২৮ জনের মৃত্যু হলো।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, করোনভাইরাসে আক্রান্ত শিখা দাসকে গত ২৮ জুন রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি মারা যান।
আ’লীগ সূত্র জানায়, মৃত শিখা দাস মহানগরীর ১৬নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন। তিনি করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণে ওয়ার্ডের কর্মহীন অসহায়, দরিদ্র মানুষের পাশে ছিলেন সর্বক্ষণ। তার মৃত্যুতে ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা শোক প্রকাশ করেছেন।