খুলনায় করোনা আক্রান্ত আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ৮১
দ. প্রতিবেদক
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে খুমেকের ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার রাতে সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করে।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, সোমবার দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত কুলসুম বেগম (৭৯) মৃত্যুবরণ করেন। তিনি খুলনা সদর থানাধীন নিরালা এলাকার নুর মোহাম্মদ খানের স্ত্রী। গত ১৪ এপ্রিল থেকে তিনি করোনা ইউনিটে ভর্তি ছিলেন। এছাড়া বিকাল সাড়ে ৪টার দিকে আঃ হাই (৪৮) নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি নগরীর খালিশপুর থানাধীন বঙ্গবাসী এলাকার জলিল হাওলাদারের ছেলে। রবিবার তিনি হাসপাতালে ভর্তি হন এবং সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিতে রাত ৮টা ৫০ মিনিটে আঃ আজিজ (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর সোনাডাঙ্গা থানাধীন নিউ মার্কেট এলাকার মৃত হাতেম আলীর ছেলে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, গত ২৪ ঘণ্টায় খুমেকের আরটি-পিসিআর মেশিনে ২৮০ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৯৬ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ৮১ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৭১ জন, বাগেরহাট ৮ জন, যশোর ও পিরোজপুর জেলার ১ জন করে রোগী রয়েছেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ