খুলনায় করোনা আক্রান্তের সংখ্যা তিনশ’ ছাড়িয়েছে
দ. প্রতিবেদক
খুলনা জেলা ও মহানগরীতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা তিনশ’ ছাড়িয়েছে। এখন পর্যন্ত ৩০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মহানগরীতে। আর সবচেয়ে কম রয়েছে কয়রা উপজেলায়। এদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে উঠেছেন ৫০ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে রয়েছেন- মহানগরীতে ২০৯ জন, দাকোপ উপজেলায় ১০ জন, বটিয়াঘাটায় উপজেলায় ৫ জন, রূপসা উপজেলার ২৪ জন, তেরখাদা উপজেলায় ৬ জন, দিঘলিয়া উপজেলায় ৩২ জন, ফুলতলায় উপজেলায় ৭ জন, ডুমুরিয়া উপজেলায় ৯ জন, পাইকগাছা উপজেলায় ৩ জন, কয়রা উপজেলায় ২ জন।
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, খুমেকের পিসিআর মেশিনে বৃহস্পতিবার খুলনার ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে বুধবার ৩১ জনের, মঙ্গলবার ২৫ জনের, সোমবার ১৭ জনের করোনা শনাক্ত হয়। অর্থাৎ গত চারদিনেই খুলনায় শতাধিক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে।