খুলনায় করোনায় আক্রান্ত আরও দুইজনের মৃত্যু
দ. প্রতিবেদক
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত আও দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে করোনা আক্রান্ত হয়ে ভারতফেরত ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতরা হলেন বাগেরহাট সদরের মারুফুর রহমান (৯৫) এবং কচুয়ার আকতার হোসেন (৬০)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬২ জনের মৃত্যু হয়েছে।
খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার জানান, বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফুর রহমান (৯৫) মারা যান। তিনি বাগেরহাট সদরের চরগ্রামের মৃত জনাব আলীর ছেলে। সকালে করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর মাত্র ১০ মিনিট আগে বিকাল ৫টা ৫মিনিটে করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের কচুয়া উপজেলার মৃত সৈয়দ আহমেদের ছেলে আকতার হোসেন (৬০)। তিনি ১৯ মে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান, করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন রোগী। এরমধ্যে রেডজোনে ৫২ জন, ইয়োলো জোনে ১৭ জন। এছাড়া ভারতফেরত ১১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা কোয়ারেন্টিনে ছিলেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন রোগী। এরমধ্যে চারজন ভারতফেরত। আইসিইউতে রয়েছেন ৮ জন রোগী।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়