খুলনায় কমপক্ষে একটি ফিল্ড হাসপাতাল করার দাবি বিএমএ’র
খবর বিজ্ঞপ্তি
করোনার ভয়াবহ রূপ সামাল দিতে জরুরী ভিত্তিতে ৫টি ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে খুলনা বিএমএ’র পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় অক্সিজেন সংকট সহ যাবতীয় সমস্যা দূর করে রোগীদের মধ্যে স্বস্তি ফিরানো ও অস্থিরতা দূর করা সম্ভব হবে। একই সাথে সীমান্তবর্তী বিভাগীয় শহর খুলনায় করোনা ভাইরাস এর সংক্রমন ও মৃত্যু অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সংকটে থাকা রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য জরুরী ভিত্তিতে কমপক্ষে একটি ফিল্ড হাসপাতাল খুলনায় করার দাবী জানানো হয়েছে।
বিবৃতিদাতারা হলেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, সংগঠনের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস, ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোল্যা হারুন অর রশীদ, কোষাধ্যক্ষ ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ মামুনূর রশীদ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়