খুলনায় এসএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র নিষেধাজ্ঞা
খবর বিজ্ঞপ্তি
২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা ২০১৯। এ পরীক্ষা উপলক্ষে খুলনা মেট্রোপলিটন এলাকাধীন ২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিম্নবর্ণিত কতিপয় আদেশ জারী করেছেন।
পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি লাঠি বিষ্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন এবং কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত: কেএমপি এলকায় এবারে মোট ৩৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে খুলনা আলীয়া মাদ্রাসা, সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ও শিরোমনি আলিম মাদ্রাসা এ তিনটি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। অপর ২৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও এসএসসি ভোকেশনার পরীক্ষা।