খুলনায় এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালন
খবর বিজ্ঞপ্তি
জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা, রত্নগর্ভা মা ও কন্ঠ শিল্পীদের সম্মাননা, আলোচনা সভা এবং কেককাটা অনুষ্ঠানের মধ্যদিয়ে খুলনায় বর্নাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের ৮ম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে নগরীর খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার প্রতি কেক উৎসর্গ করে কাটা হয়।
এরআগে মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সামাদ, রত্নগর্ভা রওনাক রায়হানা রীনা, জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত কন্ঠশিল্পী নাইমুল ইসলাম রাতুল, সংগীতশিল্পী ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা, ডাঃ সাবরিনা রহমান স্নিগ্ধা, জেসী মোশররফ, মিফতাহুল জান্নাত সাবা, সাবরিনা আফরিন স্বর্ণাকে সম্মাননা প্রদান করা হয়।
এশিয়ান টিভির খুলনা বিভাগীয় প্রধান বাবুল আকতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, নগর আ’লীগের যুগ্ম সম্পাদক আলহাজ¦ মোঃ আশরাফুল ইসলাম, কেইউজে’র সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, কেইউজে’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, খুলনা টিভি রিপোর্টাস ইউনিটের সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক এইম এম শামীমুজ্জামান, সাংবাদিক আসাদুজ্জামান রিয়াজ, গাজী টিভির শেখ লিয়াকত হোসেন, আরটিভি’র এস এম মনিরুজ্জামান মনির, আসাফুর রহমান কাজল, শরিফুল ইসলাম বনি, দৈনিক তথ্যের বার্তা সম্পাদক নূর হাসান জনি, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মিলন হোসেন, রীতা রানী দাস, বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিম, বিজয় টিভির নাঈমুর রহমান, গ্লোবাল টিভির আনিছুর রহমান কবির, মোঃ ইমরুল ইসলাম, শাহরিয়ার বাবু, মাহবুবুর রহমান, মোঃ রাসেল, এশিয়ান টিভির ক্যামেরাপার্সন শংকর কুমার বিষ্ণু, জি এম দুলাল, আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার লিটন, মোঃ জাকির হোসেন, কাউন্সিলর এস এম ডালিম হাওলাদার, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, শ্রমিক নেতা মুরাদ হোসেন, মোঃ খলিলুর রহমান, শেখ মোঃ ইব্রাহীমসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ