খুলনায় এশিয়ান টিভির ৭ম বর্ষপূর্তি পালন
দ: প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে খুলনায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে নগরীর খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার প্রতি কেক উৎসর্গ করে কাটা হয়।
এশিয়ান টিভি’র খুলনা বিভাগীয় প্রধান বাবুল আকতারের পরিচালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশার, কেইউজে’র সাবেক সভাপতি এস এস জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, সাবেক সাধারণ সম্পাদক সুনীল দাস, কেইউজে’র সহ-সভাপতি হুমায়ুন কবীর, বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এইচ এম আলাউদ্দীন, ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প প্রধান খান মোঃ কামরুল ইসলাম, বিটিভি’র খুলনা শিল্পাঞ্চল সংবাদদাতা মিজানুল ইসলাম, জিটিভি’র বিভাগীয় প্রতিনিধি শেখ লিয়াকত হোসেন, আনন্দ টিভির রিপোর্টার আমজাদ আলী লিটন, চ্যানেল এস এর খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, দৈনিক তথ্যের বার্তা সম্পাদক নূর হাসান জনি, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মিলন হোসেন, দৈনিক অনির্বাণের বার্তা সম্পাদক কলিন হোসেন আরজু, কেইউজে’র দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, সাংবাদিক দিলীপ বর্মন, শরিফুল ইসলাম বনি, আসাফুর রহমান কাজল, ইমরুল ইসলাম, কাউন্সিলর এস এম ডালিম হায়দার, আওয়ামী লীগ নেতা আঃ সাত্তার লিটন, মোঃ জাকির হোসেন, শ্রমিক নেতা মোঃ মুরাদ হোসেন, শাহানা সারমিন, হুমায়ুন কবির, কাওসার আলী মৃধা, মোঃ খলিলুর রহমান, তরিকুল ইসলাম, বেল্লাল হোসেন, ফিরোজুল আলাম, যুবলীগ নেতা নূর এ হেলাল, মহিলা নেত্রী রেহানা গাজী, হাজেরা খাতুন, ইলা রহমানসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও ক্ষুদে গানরাজ নাইমুল ইসলাম রাতুল, সংগীত শিল্পী জেসী মোশররফ, সাবরিনা আফরিন স্বর্ণাকে সম্মাননা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।