খুলনায় এশিয়ান টিভির ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত
খবর বিজ্ঞপ্তি
আলোচনা সভা, কেক কাটার মধ্যদিয়ে খুলনায় এশিয়ান টিভির ৬ষ্ঠ বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে নগরীর শিল্পাঞ্চল খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এশিয়ান টিভির খুলনা প্রতিনিধি বাবুল আকতারের পরিচালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন খুলনা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, বিএফএইজে এর সাবেক যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, বিএফএইজের সদস্য সাঈদুজ্জামান স¤্রাট, সাবেক সদস্য হুমায়ূন কবির, আসাদুজ্জাান রিয়াজ, খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সুনীল দাস, একুশে টিভির খুলনা প্রতিনিধি মহেন্দ্র নাথ সেন, চ্যানেল নাইনের খুলনা প্রতিনিধি ইয়াছিন আরাফাত রুমী, বিটিভির খুলনা শিল্পাঞ্চল প্রতিনিধি মিজানুল ইসলাম, গাজী টিভির স্টাফ রিপোর্টার শেখ লিয়াকত হোসেন, আরটিভির খুলনা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান, আনন্দ টিভি ও জন্মভুমির রিপোর্টার আমজাদ আলী লিটন, চ্যানেল এস এর খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, দৈনিক তথ্যের বার্তা সম্পাদক নূর হাসান জনি, মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, সাংবাদিক ইমরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আঃ সাত্তার লিটন, শ্রমিক নেতা মোঃ খলিলুর রহমান, মহিলা নেত্রী রেহানা গাজী, শারমিন রহমান শিখা, হাজেরা খাতুন, ইলা রহমান।