January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় এমপি সেখ জুয়েলের পক্ষে সেলাই মেশিন বিতরণ

দ. প্রতিবেদক
কর্মজীবী নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এর পক্ষ থেকে ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে ৩০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর নিউমার্কেটস্থ বায়তুন নূর জামে মসজিদ চত্বরে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ড. সাঈদুর রহমানের পরিচালনায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস ফাতেমা জামিন, নগর আ’লীগের সদস্য আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, জেলা যুবলীগ নেতা শেখ মো. আবু হানিফ, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, ছাত্রলীগ নেতা জনি বসু, রুমান আহমেদ, মাহমুদুল হাসান সুজন, শেখ সাকিব প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *