খুলনায় এনজিওসমূহের জন্য বিশেষ প্রণোদনার জন্য এডাব’র স্মারকলিপি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব, খুলনা জেলা শাখার উদ্যোগে সকাল ১০টায় করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ এনজিওসমূহের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণার জন্য স্মাারকলিপি খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মাারকলিপিটি গ্রহণ করেন মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), খুলনা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকেন এডাব জেলা শাখার সদস্য সচিব ও পরিবর্তন-খুলনার নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড, এডাব জেলা শাখার সহ-সভাপতি ও মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শীলু, পরিবর্তন-খুলনার সমন্বয়কারী শিরিন সুলতানা, খুলনা মুক্তি সেবা সংস্থার প্রতিনিধি ও এডাব খুলনা বিভাগের সমন্বয়কারী মোঃ রেজাউল করিম।