খুলনায় ‘এডিস মশা’ নির্মূলে মাঠে নেমেছে আওয়ামী লীগ
নগরবাসীকে সচেতন হওয়ার আহবান
খবর বিজ্ঞপ্তি
ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সচেতনতামূলক পরিস্কার পরিচ্ছন্নতা, লিফলেট বিতরণ ও ফগার মেশিন দিয়ে ধোঁয়া প্রয়োগ কর্মসূচী পালন করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরীর জাতিসংঘ শিশু পার্কে এ কর্মসূচী পালিত হয়।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে কর্মসূচী তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান।
সভাপতিত্বে বক্তব্য মহানগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন বর্তমান সরকারের দ্রæত পদক্ষেপের কারনে ইতিমধ্যে ডেঙ্গু সমস্যা নিযন্ত্রনে এসেছে। তিনি আরও বলেন খুলনা সিটি কর্পোরেশন ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে বিভিন্ন কর্মকান্ড গ্রহণ করেছে। নগরবাসীর প্রতি তিনি আহবান জানিয়ে বলেন আতংকিত হওয়ার কিছু নেই এবং আতঙ্কিত না হয়ে সিটি কর্পোরেশন পাশাপাশি নিজ নিজ বাড়ির আশপাশের পরিস্কার পরিছন্ন রাখতে হবে। তাহলে ডেঙ্গু সমস্যা থেকে আমরা দ্রæত মুক্তি পাবো।”
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বিএমএ সালাম, এমডিএ বাবুল রানা, বিশিষ্ট শিল্পপতি গালিব কাপাডিয়া, কামরুজ্জামান জামাল, এ্যাড ফরিদ আহমেদ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, হাফেজ মোঃ শামিম, মফিদুল ইসলাম টুটুল, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, মানিকুজ্জামান অশোক, অসিত বরণ বিশ্বাস, চৌধুরী রায়হান ফরিদ, খান সাইফুল ইসলাম, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরি ময়না, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহিন আযাদ, আসাদুজ্জামান রাসেল, ফেরদৌস হোসেন লাবু, আলমগীর সরদার, পার্ক পরিবেশ কমিটির সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, তাজুল ইসলাম, মোঃ হোসেনুজ্জামান, শাহীন আলম, শেখ রেজাউল ইসলাম, তাপস জোয়ার্দ্দার, মাহামুদুল হাসান ইমন, শিকদার রাসেল, মাহামুদুল ইসলাম সুজন, আহানাফ অর্পন, ইসতিয়াক জয়, ইমরান রাজ প্রমুখ।