খুলনায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
দ: প্রতিবেদক
খুলনায় এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত মোঃ রহিম মোল্যা (২৫) বাগেরহাটের মোলাহাট থানার দাড়িয়ালা গ্রামের মৃত মুজিবর মোল্যার ছেলে। গত বুধবার রাতে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক গোপাল চন্দ্র রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তেরখাদা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ছাগলদাহ বাজারের কবির কাজীর চায়ের দোকানের সামনে থেকে আসামীকে আটক করা হয়। এ বিষয়ে পুলিশ পরিদর্শক গোপাল চন্দ্র রায় বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে তেরখাদা থানায় মামলা দায়ের করেন।