December 26, 2024
আঞ্চলিক

খুলনায় একুশে বইমেলা শুরু ১ ফেব্রুয়ারী

দ: প্রতিবেদক
খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারী। খুলনা বিভাগীয় গণগ্রন্থাগার চত্ত¡রে মেলা চলবে প্রতিদিন বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত। তবে ছুটির দিন মেলা চলবে সকাল ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত। বইমেলা আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে গতকাল বুধবার সকালে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বলেন, একুশে বইমেলা আয়োজন খুলনাবাসীর জন্য একটি গৌরবের বিষয়। যতদূর জানা যায় ঢাকার বাইরে কেবলমাত্র খুলনাতেই মাসব্যাপী এই ঐতিহ্যবাহী বিভাগীয় বইমেলা আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাকজমকপূর্ণভাবে খুলনাতে বইমেলা আয়োজন করা হবে। তিনি এই আয়োজনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানান।
প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান, খুলনা বিভাগীয় গণগ্রন্থাগার এর লাইব্রেরিয়ান ড. মোঃ আহসান উল্যাহসহ বিভিন্ন প্রকাশনা সংস্থা এবং সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *