খুলনায় একুশে বইমেলার ৮ম দিন অতিবাহিত
দ. প্রতিবেদক
‘পড়ব বই, গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ ¯েøাগানকে সামনে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে চলছে মাসব্যাপী মুজিববর্ষ একুশে বইমেলা। গতকাল শনিবার ছিল বইমেলারর ৮ম দিন। ধীরে ধীরে জমে উঠছে খুলনাবাসীর প্রাণের বইমেলা। মেলাপ্রাঙ্গণে বইপ্রেমী ক্রেতা দর্শকদের পদচারণা ক্রমশ বাড়ছে। বিকাল ৫টায় বইমেলার মঞ্চে স্থানীয় কবিদের পরিবেশনায় আবৃত্তি অনুষ্ঠান পরিবেশিত হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিশুস্বর্গ খেলাঘর আসর ও উদীচী চৌলতপুর, খুলনা এর শিল্পীবৃন্দ। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।