খুলনায় একুশে বইমেলার ২৪তম দিন অতিবাহিত
খবর বিজ্ঞপ্তি
অতিবাহিত হলো একুশে বইমেলা, খুলনা’র ২৪ তম দিন। বিকালে মেলা মঞ্চের কার্যক্রম শুরু হয় এইচ আর এইচ প্রিন্স আগা খান স্কুলের ছাত্রছাত্রীবৃন্দের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। পরবর্তীতে আবৃত্তি অনুষ্ঠান পরিবেশনায় ছিল বিজয় ৭১ এর বাচিক শিল্পীবৃন্দ। সেমিনার পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি বি এল কলেজ, খুলনার বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। প্রবন্ধের শিরোনাম ছিল ‘বৃহত্তর খুলনা জেলার লোক সাহিত্য’। প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক হোসেন আলী খোন্দকার।
স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক ড. মোঃ আহছান উল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মকবুল হোসেন মিন্টু । আজ মেলা মঞ্চে মাকসুদা খানম রচিত কাব্যগ্রন্থ ‘ সূতো ছেঁড়া ঘুড়ি ’ গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল জাতীয় কবিতা পরিষদ ও ত্রিকাল সাংস্কৃতিক একাডেমীর বাচিক ও কন্ঠশিল্পীবৃন্দ। প্রচুর দর্শক শ্রোতা মেলা মঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু , কাজী গোলাম সারোয়ার এবং সুমনা সিরাজ সুমী।