December 21, 2024
আঞ্চলিক

খুলনায় একুশে বইমেলার সময় বেড়েছে ৭ দিন

দ. প্রতিবেদক

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্ত¡রে আয়োজিত মাসব্যাপী মুজিববর্ষ একুশে বইমেলার সময় ৭ দিন বৃদ্ধি করা হয়েছে। এর ফলে গতকাল শনিবার মেলা শেষ হওয়ার কথা থাকলেও আগামী ৭ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপ-পরিচালক ও বইমেলা আয়োজন কমিটির সদস্য সচিব ড. মো. আহসান উল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, খুলনা জেলা প্রশাসন উদ্যোগে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্ত¡রে আয়োজিত মাসব্যাপী মুজিববর্ষ একুশে বইমেলা ২৯ ফেব্রæয়ারি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক এখনও চলমান আছে। প্রতিদিন আপামর জনগণের সাথে বরেণ্য শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকেন। স্টল মালিকদের চাওয়াতে এবং পাঠক-দর্শনার্থীদের আগ্রহের কারনে জেলা প্রশাসক আগামী ৭ মার্চ পর্যন্ত মেলার সময়সীমা বৃদ্ধি করেছেন। ওইদিনই আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি হবে।

এদিকে মুজিববর্ষ একুশে বইমেলা’র ২৯তম দিনে প্রাত্যহিক আয়োজনের শুরুতে খুলনা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি মোঃ আলমগীর বইমেলার মেয়াদ ৭ই মার্চ পর্যন্ত বৃদ্ধি করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন। সন্ধ্যা ৬.৩০ টায় বইমেলার মঞ্চে প্রথমে সঙ্গীতানুষ্ঠান নিয়ে আসে ‘সুরের ভূবন’। এরপর রাত ৮টায় ‘নৃত্যাঞ্জলী’র নৃত্য পরিবেশনা এবং সবশেষে ‘মঞ্চকথা’র পরিবেশনায় নাটক ‘ফুটপাথ’ মঞ্চস্থ হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হোসাইন বিল্লাহ, নূরুন্নাহার হীরা, কিশোর কুমার বাড়ৈ, সাবিত্রী গাইন, শাহারুজ্জামান, ভারতী দেবনাথ ও তারক চন্দ্র মন্ডল। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *