খুলনায় একুশে বইমেলার মঞ্চে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
দ. প্রতিবেদক
গতকাল শুক্রবার ছিল মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ২৮তম দিন। প্রাত্যহিক আয়োজনে বিকাল ৩.৩০ টায় বইমেলার মঞ্চে প্রথমে ন্যাশনাল ডিবেট ফেডারেশনের আয়োজনে বিতর্ক, কুইজ এবং আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৫.৩০ টায় আবৃত্তি সংগঠন ‘বাচনিক’ এর প্রযোজনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬.৩০ টায় প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠান হয়। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক ড. মো: আহছান উল্যাহ। প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারের যুগ্ম সচিব (অবঃ) এস এম রইজউদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবুল ফজল। প্রবন্ধের বিষয় ‘বাংলা ভাষার ঘরের শক্র’। অনুষ্ঠানে আলোচক হিসাবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্নিনের প্রভাষক হৈমন্তি শুক্লা কাবেরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা মহানগর কমান্ড। সামনে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি মোঃ আলমগীর। পরবর্তীতে ‘সংগীত নিকেতন’ ও ‘আর্টিস্ট ক্লাব’ খুলনার শিল্পীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নূরুন্নাহার হীরা, শেখ আসাদুজ্জামান মিথুন, সাবেত্রী গাইন ও তারক চন্দ্র মন্ডল। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।