খুলনায় একই বাড়িতে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত মাহেন্দ্রচালক আটক
দ. প্রতিবেদক
খুলনায় একই বাড়ির দুই শিশুকে ধর্ষণের অভিযোগে হিরু মিয়া (৫০) নামে এক মাহেন্দ্র চালককে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মামলা দায়েরর পর হিরু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে তাকে আটক করে পুলিশ।
ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, মহানগরীর মুজগুন্নী শেখপাড়া এলাকায় চতুর্থ শ্রেণির ছাত্রী (১১) ও একই বাড়ির ১০ বছর বয়সী আরেক শিশুকে খাবারের লোভ দেখিয়ে বেশ কিছুদিন ধরে ধর্ষণ করে আসছে মাহেন্দ্র চালক হিরু মিয়া। এক শিশু তার বাবা-মাকে বিগত দিনের ধর্ষণের কথা বলে দেয়। পরে সোমবার রাত ১০টায় হিরুকে মেয়ে দুটির বাবা-মা ধরে রেখে খালিশপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। শিশু দু’টিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, ‘সোমবার রাতেই অভিযুক্তকে ধরে আনা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আটক হিরু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।’
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ