January 22, 2025
আঞ্চলিক

খুলনায় উপ-নির্বাচনে বিজয়ী দুই ইউপি চেয়ারম্যানের শপথ

দ: প্রতিবেদক

খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ও কয়রা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ করেন ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান গাজী আবুল হাসান ও কয়রা উপজেলার সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোহা হুমায়ূন কবির।

অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, এনডিসি মো. জাকির হোনেরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উলে­খ্য, ওই দু’টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় শুন্য পদ ঘোষণা করা হয়। এরপর গত ২৫ জুলাই অনুষ্ঠিত ইউপি উপ-নির্বাচনে তারা বিজয়ী হন।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *