January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

খুলনায় উত্তরা মোটর্সের সুজুকি গাড়ীর মেলা শুরু

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় গাড়ী বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স খুলনার গাড়ী ক্রেতাদের জন্য ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ৩ (তিন) দিন ব্যাপি সুজুকি গাড়ির মেলার আয়োজন করেছে। হোটেল টাইগার গার্ডেন, শিববাড়ি মোড়ে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সুজুকি গাড়ির মেলা চলবে।
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি কাজী আমিনুল হক উত্তরা মোটর্স কর্তৃক আয়োজিত ৩ (তিন) দিন ব্যাপি সুজুকি গাড়ির মেলা উদ্বোধন করেন। এসময় উত্তরা মোটর্স লিমিটেড এর উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সম্মানীত অতিথিবৃন্দ সুজুকি গাড়ির সম্মানিত মালিকগণ উপস্থিত ছিলেন।
মেলা থেকে গাড়ি ক্রেতারা পছন্দের স্মার্ট হাইব্রিড অত্যাধুনিক প্রযুক্তির সুজুকি আরটিগা ও সিয়াজ সিডান, সুইফ্ট, ওয়াগনআর ও আলটো হেজব্যাক এবং ইকো এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন মডেলের সুজুকি গাড়ি ক্রয় করতে পারবেন। মেলায় গাড়ী ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ মূল্য ছাড় এবং সহজ শর্তে ঋণের সুবিধা।
উত্তরা মোটর্স লিমিটেড সব সময় গাড়ির ক্রেতাদের চাহিদা মোতাবেক সময় উপযোগি গুণগত মানের আধুনিক ও জ্বালানী সাশ্রয়ী সুজুকি গাড়ি সফলতার সাথে বাজারজাত করে আসছে এর পাশাপাশি বিক্রয় পরবর্তী সেবার উপরও অধিকতর গুরুত্ব দিয়ে আসছে, যার ফলশ্রুতিতে উত্তরা মোটর্স এ পর্যন্ত সারাদেশে ৫০ হাজারেরও অধিক সুজুকি কার, জীপ, মাইক্রোবাস এম্বুলেন্স বিক্রয় করতে সক্ষম হয়েছেন। উত্তরা মোটর্স দেশব্যাপি নিজস্ব ১৫টি শাখা অফিসের মাধ্যমে সুজুকি গাড়ির ফ্রি সার্ভিসিং এবং ওয়ারেন্টির নিশ্চয়তা প্রদান করে থাকেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *