খুলনায় ঈদের প্রধান জামাত সকাল আটটায় সার্কিট হাউজ ময়দানে
তথ্য বিবরণী
খুলনায় পবিত্র ঈল-উল-আযহার প্রথম ও প্রধান জামাত সকাল আটটায় সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে টাউন জামে মসজিদে সকাল নয়টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল আটটায় ও নয়টায় খুলনা টাউন জামে মসজিদে পরপর দু’টি জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল রবিবার বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৩১টি ওয়ার্ডে বিভিন্ন ঈদগাহ ময়দানে এবং স্থানীয় মসজিদসমূহে মসজিদ কমিটি ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করবে। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মসজিদের ইমামসহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।