খুলনায় ইয়াবা বিক্রিতে বাঁধা দেওয়ায় রেল শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে জখম
দ. প্রতিবেদক
খুলনায় ইয়াবা বিক্রিতে বাঁধা দেওয়ার জের ধরে রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও রেলওয়ের ইলেকট্রিক খালাশী মাসুম হাওলাদার (৩২) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার সকাল পৌনে ১১টার দিকে খুলনা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আহত মাসুম খুলনা মহানগরীর ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদেও রয়েছেন। তিনি বর্তমানে খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মাসুম হাওলাদার দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, ‘রেলওয়ের ইলেকট্রিক খালাশী আকাশ হাওলাদার ইয়াবা বিক্রি ও সেবনের সাথে জড়িত। এসব কর্মকাণ্ডে বাঁধা দেওয়ায় রবিবার সকাল পৌনে ১১টার তার সহযোগী রেলওয়ের ইলেকট্রিক খালাশী রনি খান ও রুবেল হাওলাদার এর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে জখম করেছে। এর আগে গত ১৭ মে তাদের সাথে একই বিষয় নিয়ে তর্কাতর্কি হয়েছিলো। যার জের ধরে এ ঘটনা ঘটেছে।’
জানা গেছে, আহত রেলওয়ে শ্রমিক লীগ নেতা মাসুম হাওলাদারের মাথায় ৮টি সেলাই লেগেছে। বর্তমানে তিনি খুলনা সদর হাসপাতালে গুরুতর অসুস্থাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে খুলনা রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান জানান, ‘পূর্ব শত্রুতার জের ধরে রেলওয়ের ইলেকট্রিক বিভাগে এ ঘটনা ঘটেছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’