খুলনায় ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে। কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানির থানার উড়াকান্দী হাই স্কুলের পাশে সাগর বৈরাগীর ছেলে সম্রাট বৈরাগী (২০), বটিয়াঘাটা থানার দাওনিয়াবাদ দারোগার ভিটা, রেল লাইনের পাশে মোঃ গফুর হাওলাদারের ছেলে মোঃ রনি হাওলাদার (৩০), সোনাডাঙ্গা মডেল থানার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে মনিরের বাড়ীর ভাড়াটিয়া জাহাঙ্গীর মোল্লার ছেলে মোঃ মোক্তার মোলা (২৮), একই এলাকার মোঃ গনি মীরের ছেলে মোঃ সোহেল মীর (২০), আড়ংঘাটা থানার, আড়ংঘাটা পুলিশ ক্যাম্পের সামনে মোঃ সুলতান খাঁর ছেলে মোঃ সুমন খাঁ (২৬)।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ