খুলনায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক
দ: প্রতিবেদক
খুলনায় ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। আটকরা হলেন তেরখাদার পশ্চিম কাটেংগা এলাকার মৃত মোঃ হির“ মোলার ছেলে মোঃ তাজ মাহমুদ (২৫) ও একই এলাকার মৃত দুলাল সিকদার এর ছেলে মোঃ কুদ্দুস সিকদার (২৬)। গতকাল রবিবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মোঃ লিটন আলী এর নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, খুলনা ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ গতকাল রবিবার সকালে তেরখাদা থানাধীন পশ্চিম কাটেংগা ৬নং ওয়ার্ডে পৃথক অভিযান পরিচালনা করে ১৫০ গ্রাম গাঁজাসহ তাজ মাহমুদকে, ২৫ পিস ইয়াবাসহ কুদ্দুস সিকদারকে আটক করা হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেন।