খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্দোগে দেশব্যাপী সরকার দলীয় নেতা ও কর্মকর্তাদের দেশীয় সম্পদ লুটপাট, দেশ বিরোধী সকল চুক্তি বাতিল এবং আবরার সহ সারাদেশে নৃসংশ হত্যাকান্ডের প্রতিবাদে আজ শনিবার বিকাল ৩টায় নগরীর নিউমার্কেট বায়তুন নুর মসজিদ কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
আজকের সমাবেশ ও মিছিল সফল করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, জেলা সভাপতি মাওঃ আব্দুল্লাহ ইমরান, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন ও জেলা সেক্রেটারী মাওঃ আব্দুল্লাহ আল মামুন দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার আহবান জানান।
এদিকে গতকাল শুক্রবার আজকের মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে থানায় থানায় নগর প্রশিক্ষণ বিভাগের তত্বাবধানে সদস্য তারবিয়াত অনুষ্ঠান ও সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল ৭টায় খালিশপুর থানার সদস্য তারবিয়াত অনুষ্ঠান গোয়ালখালী মাদ্রাসায় হাফেজ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় মেডিকেল কলেজের সামনের কার্যালয়ে সদর, সোনাডাঙ্গা, লবনচরা ও হরিণটানা থানার সদস্য তারবিয়াত অনুষ্ঠান মাওঃ ইমরান হোসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৭টায় দৌলতপুর বাজার কার্যালয়ে দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানার সদস্য তারবিয়াত অনুষ্ঠান মোঃ তরিকুল ইসলাম কাবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমগ্র তারবিয়াত অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী আন্দোলন খুলনা মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি।
সদস্য তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ তারবিয়াত প্রধান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী জেনারেল মুফতী মোস্তফা কামাল।
তারবিয়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ তরিকুল ইসলাম কাবির, আব্দুর রশীদ, মোঃ শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ আব্দুল্লাহ আল মাহমুদ ফয়সাল, ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব আবু তাহের, মুফতী মাহবুবুর রহমান ও মাওঃ সিরাজুল ইসলামসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
সভায় আজ শনিবারের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফলে গুরুত্বপূর্ণ আলোচনা ও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচীব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিনের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।