খুলনায় ইশা ছাত্র আন্দোলনের সম্মেলন আজ
খবর বিজ্ঞপ্তি
আজ শুক্রবার দুপুর ২টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা ও মহানগরের সম্মেলন নগরীর গোলকমনি শিশুপার্কে (প্রেসক্লাব সংলগ্ন) অনুষ্ঠিত হবে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। প্রধান আলোচক থাকবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি শেখ আমীরুল ইসলাম ও নগর সভাপতি মুহা. ইসহাক ফরিদি যৌথ বিবৃতিতে জানান, শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা ও নগর কাউন্সিল আয়োজিত সম্মেলন বাস্তবায়নের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা ও মহানগর এর পক্ষ থেকে সর্বস্তরের ছাত্রজনতাকে সম্মেলন সফল করার জন্য স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। এবং সাথে সাথে খুলনার বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মেলনে থাকার অনুরোধ জানানো হয়। সম্মেলনে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ, বরেণ্য শিক্ষাবিদ, ছাত্র নেতৃবৃন্দসহ অনেকে।