খুলনায় আল-আরাফা ব্যাংকের ম্যানেজারসহ দুইজন বরখাস্ত
দ. প্রতিবেদক
খুলনার ব্যাংক কর্মকর্তা আবরারুর রহমান শুভ (৩৪) আত্মহত্যার পর তার বিরুদ্ধে প্রায় ২৮ লাখ টাকা আত্মসাতের সন্ধান পায় আল-আরাফা ইসলামী ব্যাংকের অডিট টিম। এ ঘটনায় ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে শাখা ব্যবস্থাপক এম এম রফিকুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক সাজ্জাদুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।
বর্তমানে ব্যাংকের খুলনা শাখায় ব্যবস্থাপক পদে দায়িত্ব দেওয়া হয়েছে মোঃ ফেরদৌস হাসানকে। তিনি বলেন, প্রধান কার্যালয়ের একটি অডিট টিম তদন্ত করে ব্যাংকের আর্থিক গড়মিলের সাথে শুভ’র সম্পৃক্ততা পেয়েছে। এজন্য তৎকালীন শাখাটির ব্যবস্থাপক ও সহ-ব্যবস্থাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে টিবি বাউন্ডারী সড়কের মডার্ন টাওয়ারের (ভাড়া বাসা) নয় তলা থেকে পড়ে মারা যান ব্যাংকের খুলনা শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আবরারুর রহমান শুভ। এরপর গত ১৮ অক্টোবর ঢাকা থেকে একটি অডিট টিম ব্যাংকে এসে প্রায় ২৮ লাখ টাকা আত্মসাতের সাথে শুভ’র সম্পৃক্ততা পায়। ফলে আত্মহত্যার ঘটনাটি ভিন্ন দিকে মোড় নেয়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ