January 20, 2025
আঞ্চলিককরোনাবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় আরেকটি করোনা হাসপাতাল চালুর প্রক্রিয়া চলছে : সিভিল সার্জন

খবর বিজ্ঞপ্তি
খুলনায় আরেক কোভিড হাসপাতাল চালুর প্রক্রিয়া চলছে। চলছে একাধিক পিসিআর চালুর প্রক্রিয়া। পিসিআর ল্যাব চালু হলে নমুনা পরীক্ষার রিপোর্ট পেতে আর বিলম্বিত হবে না। লাইসেন্সবিহীন ক্লিনিক থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যখাতে জনগণের চাহিদা পূরণের জন্য সরকার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। নাগরিক নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাবকালে সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ এ কথা বলেন।
আজ রবিবার বিকাল ৫টায় জনউদ্যোগ, খুলনার উদ্যোগে বিএমএ ভবনের মিলনায়তনে নাগরিকদের সাথে সিভিল সার্জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমএ’র সভাপতি ডা: শেখ বাহারুল আলম। সঞ্চালন করেন কালের কন্ঠের ব্যুরো প্রধান সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। স্বাগত বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা: সাবরিনা রহমান সিন্ধা, খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মহসীন, ওয়ার্কার্স পার্টিও মহানগর সভাপতি মফিদুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার সংস্থার সমন্বয়কারী এ্যাড. মোমিনুল ইসলাম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট, মাছরাঙ্গা টেলিভিশনের মোস্তফা জামাল পপলু, ইনডিপেন্ট টেলিভিশনের এইচ এম শামিমুজ্জামান, নিরাপদ সড়ক চাই এর আহ্বায়ক এস এম ইকবাল হোসেন বিপ্লব, আগুয়ান ৭১ এর মো: আব্দুল্লাহ চৌধুরী, এস এম ফারুখ- উল- ইসলাম, অধ্যাপক আহসান হাবীব, প্রধান শিক্ষক মানস রায়, শিক্ষক প্রদীপ দাস, ইসরাত আরা হীরা, মো: সাবির খান, কনসেন্স এর নির্বাহী পরিচালক সেলিম বুলবুল, নূরুন নাহার হীরা, নরেশ চন্দ্রদেব নাথ, এ্যড. আরিফা খাতুন, জেসমিন জামান, সাংবাদিক মাকসুদ রহমান, সাংবাদিক বশির হোসেন, মো: রেজাউল করিম, আবিদ শান্ত, আজাদ তাকিন প্রমুখ।
বক্তারা বলেন, খুলনায় ডেডিকেটেট করোনা হাসপাতাল নির্মাণ, একাধিক পিসিআর ল্যাব, বেসরকারী হাসপাতালগুলোতে করেনা ভাইরাস বাদে অন্যান্য চিকিৎসা করতে হবে। কোনভাবে যেন চিকিৎসা থেকে কেউ বঞ্চিত না হয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *