খুলনায় আরও ৬২ জনের করোনা শনাক্ত
দ. প্রতিবেদক
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে আরও ৬২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। যার মধ্যে ৫৩ জনই খুলনা জেলা ও মহানগরীর। আজ রবিবার তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে। খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে রবিবার মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ২৫২টি। এদের মধ্যে মোট ৬২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৫৩ জন খুলনার। এছাড়াও খুমেকের ল্যাবে যশোরের ১ জন, সাতক্ষীরার ৪ জন বাগেরহাটের ৩ জন ও পিরোজপুরের একজন করোনা শনাক্ত হয়েছে।
খুলনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, রবিবার সকাল পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ছিলো ৪ হাজার ১০ জন। সন্ধ্যায় নতুন করে ৫৩ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩ জনে। এদের মধ্যে মোট ২ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৬৪ জনের।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ