খুলনায় আবাসিক হোটেল থেকে চারজন গ্রেফতার
দ: প্রতিবেদক
খুলনা মহানগরীর সদর থানাধীন সুন্দরবন আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশর একটি দল। এদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন মহিলা রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, খুলনা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বিপিএম এর নির্দেশে এবং প্রত্যক্ষ তদারকিতে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।