খুলনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
তথ্য বিবরণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা
কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা গতকাল মঙ্গলবার সকালে জেলা
প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, কর্মজীবনের
উল্লেখযোগ্য সময় দেশ ও জাতির সেবা করার পর প্রবীণ জনগোষ্ঠী সুস্থ,
স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ জীবনের দাবি রাখেন। দেশের এক কোটি ৩০ লাখ
প্রবীণ জনগোষ্ঠীর প্রতি দেশ ও জাতির দায়িত্ববোধ হতে সরকার প্রতি বছর
বাজেটে একটি অংশ সামাজিক নিরাপত্তা হিসেবে বরাদ্দ রাখে। সমাজকল্যাণ
মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় ৪৪ লাখ প্রবীণ বয়স্ক ভাতা পাচ্ছেন। আগামীতে দেশের
প্রায় সকল প্রবীণ ব্যক্তি কোন না কোন সামাজিক নিরাপত্তা আওতায় আসবে
বলে আশা করা যায়। প্রবীণ ব্যক্তিরা যেন পরিবার, সমাজ ও রাষ্ট্রের আশ্রয় পান তা
নিশ্চিত করা একান্ত প্রয়োজন।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের
পরিচালক মো. আব্দুর রহমান ও পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। স্বাগত জানান
খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা সিনিয়র সিটিজেন অ্যাসোসিয়েশনের সহ-
সভাপতি প্রফেসর সাইদুল হাসান, বাংলাদেশ প্রবীণ হিতৈশী সংঘ খুলনার
সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান
প্রমুখ। এর আগে নগরীর শহিদ হাদিস পার্ক হতে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য
র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।