খুলনায় আনসার বাহিনীর আন্তঃব্যাটালিয়ন ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা সমাপ্ত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল রবিবার বাহিনীর ৪ দিনব্যাপী আন্তঃ ব্যাটালিয়ন ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ কমান্ডার মোল্লা আমজাদ হোসেন পিএএমএস। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৯ আনসার ব্যাটালিয়ন পরিচালক মোঃ মাহবুবুর রহমান পিএএমএস, খুলনা জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহাসহ জেলা ও ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
৪ দিনব্যাপী এ প্রতিযোগিতায় খুলনা ও বরিশাল রেঞ্জের ৫টি আনসার ব্যাটালিয়ন অংশ নেয়। ফুটবলে স্বাগতিক ৯ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপসা, খুলনা চ্যাম্পিয়ন ও ২৬ আনসার ব্যাটালিয়ন, ডিঙ্গেদহ, চুয়াডাঙ্গা রানার আপ হয়। ভলিবল প্রতিযোগিতায় ৩১ আনসার ব্যাটালিয়ন, পুরাতন জমিদারবাড়ী, সাতক্ষীরা চ্যাম্পিয়ন ও ৩৪ আনসার ব্যাটালিয়ন, পটুয়াখালী রানার আপ হয়। চ্যাম্পিয়ন ২টি দল আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর এ চ‚ড়ান্ত পর্বে খেলায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার প্রদান করেন।