December 21, 2024
আঞ্চলিক

খুলনায় আনসার ও ভিডিপি বাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি, জি মহোদয়ের নির্দেশনায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম খুলনা জেলার ফুলতলা উপজেলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন পিএএমএস।

শীতবস্ত্র বিতরণের পূর্বে তিনি তার বক্তব্যে বলেন, আনসার ও ভিডিপি বাহিনী দেশের যেকোন দূর্যোগে সর্বদা ঝাঁপিয়ে পড়েন। বর্তমানে দেশের উপর দিয়ে প্রবহমান শৈত্যপ্রবাহে সমাজের দরিদ্র, দুস্থ, অবহেলিত মানুষের কষ্ট লাঘবের জন্য মহাপরিচালক আনসার ও ভিডিপি মহোদয়ের নির্দেশনায় সারাদেশের প্রতিটি জেলায় শীতবস্ত্র বিতরণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তিনি বাহিনীর সকল সদস্য ও সমাজের বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর উপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে তিনি সমাজের দরিদ্র, দুস্থ ও অবহেলিত মানুষ এবং অত্র বাহিনীর দরিদ্র  সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট খুলনা হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী। অনুরূপভাবে খুলনা রেঞ্জের সকল জেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *