খুলনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
তথ্য বিবরণী
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলা কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা রেঞ্জ পরিচালক মোল্লা আমজাদ হোসেন পিএএমএস। এসময় তিনি অফিস চত্ত¡রে একটি গাছের চারা রোপন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, দেশের উন্নয়নে আনসার সদস্যরা কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষায় আনসার সদস্যদের এগিয়ে আসতে হবে। তিনি প্রত্যেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের একটি করে বনজ, ফলজ ও ঔষুধি গাছ লাগানো এবং পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়। খুলনা জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফীসহ বিভিন্ন কর্মকর্তা ও আনসার সদস্যরা র্যালিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বাহিনীর নিজস্ব জায়গায়সহ ক্লাব সমিতি এবং সরকারি রাস্তার দুই ধারে বৃক্ষরোপন করা হবে। এছাড়া বাহিনীর প্রত্যেক ভাতাপ্রাপ্ত সদস্যরা পাঁচটি করে গাছের চারা রোপণ করবেন।