January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে র‌্যাবের ঈদ উপহার প্রদান

দ. প্রতিবেদক
খুলনায় আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে ঈদ উপহার প্রদান করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ রবিবার বিকাল ৩টায় খুলনা শহরের রূপসা ব্রীজ সংলগ্ন সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে র‌্যাব এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে আত্মসমর্পণকারী জলদস্যুদেরকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে উপহার প্রদান করেন র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্ণেল রওশনুল ফিরোজ। এসময় আত্মসমর্পণকৃত জলদস্যুদের কাছে এ সকল উপহার সামগ্রী ও নগদ টাকা হস্তান্তর করা হয়।
অধিনায়ক আত্মসমর্পনকৃত জলদস্যুদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। এখন শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে। অপহরণ-হত্যা এখন তিরোহিত। অপরদিকে আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।
এসময় র‌্যাব-৬ অধিনায়ক আত্মসমর্পণকৃত জলদস্যুদের সাথে কুশলাদী ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি কয়েকজন আত্মসমর্পনকারীর উত্থাপিত ব্যক্তিগত সমস্যার কথা ধৈর্য্য সহকারে শুনেন এবং তাৎক্ষণিক সমাধান এর নির্দেশ প্রদান করেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *