খুলনায় আগ্নেয়াস্ত্রের স্মার্ট লাইসেন্স কার্যক্রম শুরু
তথ্য বিবরণী
খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত এনপিবি পিস্তল, রিভলবার, একনলা বন্দুক, দোনলা বন্দুক,২২ বোর, ৭এমএম, ৮এমএম, ৯এমএম রাইফেল লাইসেন্স এবং ডিলার, মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিং আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী সকলের জন্য ১৫ জুলাই থেকে সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্মার্ট লাইসেন্স কার্ডে রূপান্তর করার কার্যক্রম শুরু হয়েছে।
খুলনা সদর থানা ব্যক্তি পর্যায়ে আগামী ২৪ ও ২৫ জুলাই, হরিণটানা থানা (ব্যক্তি পর্যায়ে) ২৮ জুলাই, লবনচরা থানা ২৯ জুলাই, খালিশপুর থানা ৩০ ও ৩১ জুলাই, সোনাডাঙ্গা থানা ৪ ও ৫ আগস্ট, দৌলতপুর থানা ৬ ও ৭ আগস্ট, আড়ংঘাটা থানা ৮ আগস্ট, খানজাহান আলী থানা ১৮ ও ১৯ আগস্ট, বটিয়াঘাটা থানা ২৮ আগস্ট এবং রূপসা থানা ২১ ও ২২ আগস্ট, ২০১৯ তারিখ স্মার্ট কার্ড ইস্যু ফি বাবদ দুই হাজার টাকা জমা দিয়ে স্মার্ট লাইসেন্স কার্ডে রূপান্তর করা যাবে।
এ সংক্রান্ত ফরম জেলা প্রশাসকের ওয়েব সাইট, ফ্রন্ট ডেক্স ও সংশ্লিষ্ট শাখায় পাওয়া যাবে। অন্যান্য উপজেলার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এসংক্রান্ত বিস্তারিত জানতে ০৪১-৭২০৪৫৭, মোবাইল নম্বর- ০১৭৬৩-৪৪৪২২২ এবং ০১৭৭৫-০১২৩৫৮ যোগাযোগ করা যেতে পারে।