November 24, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স কার্যক্রমের উদ্বোধন

দ. প্রতিবেদক

খুলনায় আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠান গতকাল রবিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অনলাইন জুম প্রযুক্তি মাধ্যমে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা এখন সাধারণ মানুষ ঘরে বসে পাচ্ছেন। আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে। এরফলে উপকারভোগীরা যেমন ঘরে বসে লাইসেন্স নবায়ন সংক্রান্ত কাজ ঘরে বসে করতে পারবেন। তেমনি সকল আগ্নেয়াস্ত্রের একটি অনলাইন ডাটাবেজ তৈরি হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী সহজে এসকল আগ্নেয়াস্ত্রের প্রয়োজনীয় তদারকি করতে পারবেন। তিনি আরও বলেন, সকল জেলায় পর্যায়ক্রমে আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স কার্যক্রম চাল হবে।

অনুষ্ঠানে ঢাকা থেকে উদ্বোধক হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হতে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক উপকারভোগীদের মাঝে আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স বিতরণ করেন।

উল্লেখ্য, খুলনা জেলায় আগ্নেয়াস্ত্রের মোট লাইসেন্স দুই হাজার ৫৬১টি। এরমধ্যে প্রথম পর্যায়ে এক হাজার ৭৭টি আগ্নেয়াস্ত্রের ই-লাইসেন্স বিতরণ করা হবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *