December 26, 2024
আঞ্চলিক

খুলনায় অস্ত্র ও গুলিসহ ভাড়াটে খুনি আটক

দ: প্রতিবেদক

খুলনার বটিয়াঘাটা থেকে অত্যাধুনিক ওয়ান শুটারগান, পিস্তলের গুলিসহ রেজাউল ইসলাম ওরফে রেজা শেখ (৩৮) নামের এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল বুধবার বটিয়াঘাটা-সাচিবুনিয়া রোডে পুলিশের চেকপোস্টে ওই যুবক আটক হয়। রেজা শেখ লবণচরার চরকৃষ্ণনগর এলাকার সুলতান শেখের ছেলে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামী জানায়, এলাকার লোকজনকে ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কার্যক্রম ও ব্যবসা পরিচালনার সুবিধার্থে উক্ত অস্ত্র ও গুলি সংগ্রহ করেছে। উক্ত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারী, ভাড়াটে খুনী। ২০০২ সালের ১৯ সেপ্টেম্বর শাহিন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে জামিনে আছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি ও মাদক আইনে ৭টি মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে  জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ লুৎফর রহমান বাদী হয়ে বটিয়াঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *