January 20, 2025
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় অসামাজিক কার্যকলাপের দায়ে দু’টি হোটেল সিলগালা, ১১ জনকে কারাদণ্ড

দ. প্রতিবেদক
খুলনায় অসামাজিক কার্যকলাপের দায়ে হোটেল রেদোয়ান ও হোটেল খুলনা গার্ডেন ইন নামক দুটি আবাসিক হোটেল সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ শনিবার বেলা ১২টায় অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন। এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি টিম উক্ত হোটেল দু’টি রেড করে। এসময় ঐ হোটেল দু’টিতে অবস্থানরত যৌনকর্মী, কাস্টমার ও স্টাফসহ মোট ১১ জনকে আটক করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ‘দণ্ডবিধি, ১৮৬০’ এর ২৯১ ধারায় ও ২৬৮ ধারায় বিরক্তি উদ্রেক ও শান্তি বিনষ্টের দায়ে আটককৃত ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯’ এবং ‘খুলনা মেট্রোপলিটন অধ্যাদেশ, ১৯৮৫’ এর বিভিন্ন ধারায় খুলনা মেট্রোপলিটন এলাকায় এরূপ অসামাজিক কার্যক্রম চালানো নিষেধ মর্মে জারিকৃত বিজ্ঞপ্তি বলবৎ রয়েছে। হোটেলের মালিককে খুঁজে না পাওয়ায় সহকারী ম্যানেজারকে আইনের আওতায় নিয়ে আসা হয়।
ইতোপূর্বেও এই দু’টি হোটেল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এরূপ অবৈধ কার্যকলাপে জড়িত থাকার দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অপরাধের পুনরাবৃতি করায় হোটেল দু’টি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সিলগালা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন খুলনা সদর থানা পুলিশ। সামাজিক মূল্যবোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *