খুলনাস্থ সহকারী ভারতীয় দুতাবাসে প্রজাতন্ত্র দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনাস্থ সহকারী ভারতীয় দুতাবাসে গতকাল রবিবার সকালে দেশটির ৭১তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষ্যে দুতাবাসের উদ্যোগে অফিস চত্বরে পতাকা উত্তোলন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনাস্থ সহকারী ভারতীয় হাই কমিশনার শ্রী রাজেশ কুমার রাইনা পাতাকা উত্তোলন করেন। এ সময়ে তিনি সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে আদর্শ ভারতের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, রামপাল পাওয়ার প্লান্টের কর্মকর্তা, ভেলের কর্মকর্তাসহ দুতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।