November 27, 2024
আঞ্চলিককরোনালেটেস্টশীর্ষ সংবাদ

খুলনার ৪ হাসপাতালে করোনায় আরও ১৬ জনের প্রাণহানি

দ. প্রতিবেদক
খুলনার ৪টি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। মৃত ১৬ জনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৩ জন রয়েছেন। এর আগে বুধবার খুলনার হাসপাতালগুলোতে ১১ জনের মৃত্যু হয়।
খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- বটিয়াঘাটার আইয়ুব আলী (৫৫), পিরোজপুরের মোশারফ হোসেন (৯৫), খুলনা মহানগরীর সোনাডাঙ্গার আব্দুল খালেক (৯০), খালিশপুরের ইরিন সুলতানা (৩৩), দৌলতপুরের মো. আলী আকবর (৫৫), খালিশপুরের আবুল হোসেন (৬৬) ও নিরালার আবুল হাই (৭৫)
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে খুলনার ডুমুরিয়ার আসমা বেগম (৪০) নামে ১ রোগী মারা গেছেন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৫ রোগী মারা গেছেন। মৃতরা হলেন- খুলনার ১৫৯ পূর্ব বানিয়াখামার এলাকার মো. মকবুল হোসেন খান (৬৫), দক্ষিণ টুটপাড়ার রেজিনা ফাতিমা (২৮), যশোর কারবালা বামনপাড়ার মর্জিনা রহমান (৫৮), ঝিকরগাছার গদখালী এলাকার মিসেস বারিছুন্নেসা (৬০) এবং চুয়াডাঙ্গার আলমনগরের গোকুলখালীর রহিমা খাতুন (৫৫)।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৩ রোগী মারা গেছেন। মৃতরা হলেন- খুলনার বটিয়াঘাটার বুজবুনিয়া গ্রামের আলেয়া বেগম (৫৫), রূপসা উপজেলার করিমনগর এলাকার আবদুল আজিজ (৮০) এবং নগরীর ডালমিল মোড় ময়লাপোতা এলাকার রোকেয়া বেগম (৬০)।
সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *