খুলনার ল্যাবে ১১ জনের করোনা শনাক্ত
দ. প্রতিবেদক
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে সাতজন খুলনার, নড়াইলের তিনজন ও যশোরের একজন রয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, আজ বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ৩৬টি। এদের মধ্যে মোট ১১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে গল্লামারী মোহাম্মদনগর এলাকার ৪২ বছর বয়সী একজন, সোনাডাঙ্গা সিদ্দিকিয়া মহল্লার ৫৮ বছর বয়সী একজন, ডুমুরিয়া হাশেমপুর এলাকার ১৭ বছর বয়সী এক কিশোর। এছাড়া বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি। এই সাতজন ছাড়া নড়াইল জেলার তিনজন ও যশোর জেলার একজন রয়েছেন।
এ বিষয়ে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, খুলনা জেলায় এ পর্যন্ত ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১২ জন সুস্থ্য হয়েছেন।