খুলনার ল্যাবে নারী ও শিশুসহ ১০ জনের করোনা শনাক্ত
দ. প্রতিবেদক
খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে দুই নারী ও দুই শিশুসহ ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনার ৫ জন, বাগেরহাটের ৪ জন ও যশোরের ১ জন রয়েছেন। আজ রবিবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, আজ রবিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ৬৩টি। এদের মধ্যে ১০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, খুলনায় শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে ৪ জন দিঘলিয়ার ও ১ জন রূপসার বাগমারা এলাকার। দিঘলিয়ার চারজন হলেন- সেনহাটি এলাকার ১৩ বছরের শিশু, ৯ বছরের শিশু কন্যা, ৩০ বছরের নারী ও ফরমায়েশখানার একজন নারী (৪০) এবং রূপসার বাগমারা এলাকার ৩১ বছরের যুবক। বাগেরহাটের আক্রান্তদের মধ্যে দুইজন ফকিরহাট উপজেলার, শরণখোলা উপজেলার দুইজন ও যশোর জেলার মনিরামপুর উপজেলার একজন রয়েছেন।