খুলনার ল্যাবে চার পুলিশসহ ১০ জনের করোনা শনাক্ত
দ. প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে শিল্পাঞ্চল পুলিশের চার সদস্যসহ ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনার ৬ জন, সাতক্ষীরার ৩ জন ও মাগুরার একজন রয়েছেন। আজ বুধবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।
তিনি দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, আজ বুধবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ৭২টি। এদের মধ্যে মোট ১০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৬ জনই খুলনা জেলার, সাতক্ষীরার ৩ জন ও মাগুরার একজন।
তিনি আরও জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে চারজনই শিল্পাঞ্চল পুলিশের সদস্য। একজন কয়রা উপজেলার দেয়াড়া গ্রামের ২৩ বছর বয়সী ছাত্র ও বটিয়াঘাটা উপজেলার ফুলবাড়ি গ্রামের এক ব্যক্তি। বটিয়াঘাটার ওই ব্যক্তির এটি দ্বিতীয় পরীক্ষা। এর আগেও একবার তার করোনা শনাক্ত হয়েছে।